চাঁদপুর কোস্টগার্ডের অভিযানে মেঘনা ইলিশের অভয়াশ্রম থেকে শুক্রবার রাতে যাত্রীবাহী লঞ্চে বহনের সময় ৪শ’ কেজি জাটকা আটক করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার সাঃ লেঃ হাসানুর রহমান বিএন এর নেতৃত্বে চাঁদপুর কোস্টগার্ড সদস্য মোঃ কামরুজ্জামান, পিও এর একটি অপারেশন দল রাত ১১ টা থেকে ১ টা পর্যন্ত চাঁদপুর মোহনায় অভিযান চালিয়ে এমভি দোলারচর-১ হতে ৪০০ কেজি জাটকা জব্দ করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
জব্দকৃত জাটকা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মৎস্য কর্মকর্তার নিকট হস্থান্তর করা হয়।
কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের স্টেশন কমান্ডার সাঃ লেঃ হাসানুর রহমান, (এসডি)(কম), বিএন বলেন, জাটকা নিধন প্রতিরোধ এবং নৌ পথে অবৈধ মালামাল পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
প্রেস বিজ্ঞপ্তি : আপডেট ৭:২০ পিএম, ১৬ এপ্রিল ২০১৬, শনিবার
ডিএইচ