[box type=”download” ]প্রস্তাবিত ‘শিক্ষা আইন’-এর ক’টি উপধারা সংশোধনের দাবি [/box]
প্রস্তাবিত ‘শিক্ষা আইন ২০১৬’ এর কয়েকটি উপধারা সংশোধনের দাবিতে সারা দেশের ন্যায় চাঁদপুরে পুস্তক ব্যবসায়ীরাও মুখে কাপড় বেঁধে নীরব প্রতিবাদ জানিয়েছেন।
রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি চাঁদপুর জেলা শাখার আয়োজনে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি এএ আজিজ বাবুল, সাধারণ সম্পাদক এসএম মোরশেদ সেলিম, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন খান, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. শরীফ আহমেদ খান, সদস্য কিশোর কুমার সংকর ও মো. জাকির মিয়াজীসহ অন্যরা।
প্রসঙ্গত, আগামী ১৮ এপ্রিল সারা দেশের সকল পুস্তক প্রকাশক ও বিক্রেতাগণের ন্যায় চাঁদপুর জেলার পুস্তক ব্যবসায়ীরাও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করবেন।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Asik-Bin-Rahim.jpg” ]আশিক বিন রহিম[/author]
||আপডেট: ০৫:৪৪ অপরাহ্ন, ১০ এপ্রিল ২০১৬, রোববার
চাঁদপুর টাইমস /এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur