Home / সারাদেশ / কুমিল্লার আদালতে রিজভীর জামিন

কুমিল্লার আদালতে রিজভীর জামিন

 

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়িতে পেট্রোল বোমায় আটজনকে হত্যা মামলায় জামিন পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার কুমিল্লার পাঁচ নম্বর আমলি আদালতে হাজির হয়ে এ্যাডভোকেট রুহুল কবির রিজভী জামিনের আবেদন করলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রাজিয়া সুলতানা তার জামিন মঞ্জুর করেন।
আদালতে রুহুল কবির রিজভীর পক্ষে শুনানিতে অংশনেন অ্যডভোকেট কাইমুল হক রিংকু। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবি শুনানিতে উপস্তিত ছিলেন না।
রিজভির আইনজীবী কাইমুল হক রিংকু জানান, ২০১৫সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুরে কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুষ্কৃতিকারীরা পেট্রোল বোমা মেরে আগুন দেয়। এ ঘটনায় আট যাত্রীর মৃত্যু হয়।
ওই ঘটনায় পরদিন ৩ ফেব্রুয়ারি হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দু’টি মামলা দায়ের করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। ওই মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ বিএনপির কেন্দ্রীয় ৬ নেতাকে হুকুমের আসামী এবং ৫৬জনের নামোল্লেখ করে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।
এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার নেতৃত্ববিহীন একটি নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে জনগন যাকে ভোট দিয়ে সরকার গঠন করবে, এবং সেই সরকারের জনগনের কাছে জবাবদিহিতা থাকলে, আজকে পথে ঘাটে মানুষ মরতো না, দেশে বিচারবহির্ভূত হত্যাকান্ড হতো না, গুম হতো না , মুক্তিপন আদায়ের সংস্কৃতি চালু হয়েছে এটা হতো না।
চৌদ্দগ্রামে বাসে ৮যাত্রী পুড়িয়ে মারার মামলায় জামিন শেষে আদালত থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এর আগে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রাজিয়া সুলতানা তার জামিন আবেদন মঞ্জুর করেন। এবং মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আইনজীবির মাধ্যমে হাজিরা দেওয়ার আদেশ দেন।

কুমিল্লা করেসপন্ডেন্ট : আপডেট ৭:৫৬ পিএম, ৬ মার্চ  ২০১৬, বুধবার

ডিএইচ

Leave a Reply