Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জে ইউপি মেম্বারসহ ৮ জনের কারাদণ্ড
হাজীগঞ্জে ইউপি মেম্বারসহ ৮ জনের কারাদণ্ড

হাজীগঞ্জে ইউপি মেম্বারসহ ৮ জনের কারাদণ্ড

চাঁদপুরের হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে বুধবার দুপরে (০৬ এপ্রিল) ইউপি মেম্বারসহ ৮ জনকে করাদণ্ড দেয়া হয়েছে। এদের মধ্যে ৭ জনকে জুয়া খেলার দায়ে ১মাস করে ও ১ জনকে ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট শেখ মুর্শিদুল ইসলাম এ রায় প্রদান করেন।

জুয়া খেলার দায়ে ১ মাসের কারাদন্ডপ্রাপ্ত ৭ জন হলেন, উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের মৃত আ. মান্নানের ছেলে বাখরপাড়া গ্রামের ২নং ওয়ার্ডের মেম্বার মো. মাসুদ রানা (৪৫), একই গ্রামের মৃত হাছান আলীর ছেলে মো. শাহ আলম (৪৫), মৃত ফজলুল হকের ছেলে মো. জামাল হোসেন (৩৬), সাকছিপাড়া গ্রারেম প্রধানীয়া বাড়ির মৃত হাফিজউদ্দিনের ছেলে আবু জাফর প্রধানীয়া (৫৫), একই গ্রামের আলী আজ্জমের ছেলে মো. সুমন (২৪), মো. মুসা খানের ছেলে মো. মাসুদ খাঁন (৩৫)।

তাদেরকে গত ৫ এপ্রিল বিকেলে ফুলছোঁয়া থেকে জুয়াখেলা অবস্থায় এলাকাবাসির সহযোগিতায় আটক করেন হাজীগঞ্জ থানার এসআই আ. মান্নান ও এসআই আ. রেজ্জাক।

ওইদিন রাতে পৌরসভাধীন রান্ধুনীমুড়া গ্রামের শাহআলমের ছেলে ইয়াবা বিক্রেতা ফরহাদকে ২পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ। তাকেও ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ করেসপন্ডেন্ট [/author]

: আপডেট ৭:২০ পিএম, ৬ মার্চ  ২০১৬, বুধবার

ডিএইচ/এমআরআর

Leave a Reply