চাঁদপুর শহরে অতিরিক্ত সিএনজি আর অটোরিক্সার ফলে প্রায় প্রতিদিনই যানজটে পরিণত হচ্ছে পুরো শহর। অন্যদিকে রাস্তার দুইপাশে ভ্রাম্যমান ভ্যান গাড়িতে হকারদের বিভিন্ন কাঁচা মালের পসরা সাজিয়ে বসে থাকায় যানজটের ভোগান্তিতে নাকাল শহরবাসী দুর্ভোগের শিকার হচ্ছে চরমভাবে।
এই যানজট নিরসনে দেখার জেনো কেউ নেই। শহরের এই যানজট নিরসনে কর্তৃপক্ষও কোনো কাযকরী ব্যবস্থা নিচ্ছে না। ফলে অপরিকল্পিত সড়কে যানবাহন বেশি থাকায় বাড়ছে যানজট।
দেখা যায় প্রতিনিয়ত শহরে প্রায় ৪শ’ থেকে ৫শ’ সিএনজি আটোরিক্সা লাইসেন্স বিহিন অবৈধভাবে চলাচল করছে। এসব সিএনজি আটো রিক্সাগুলোর মালিকরা ট্রাফিক পুলিশ আর পৌরসভাকে কোনোরকমভাবে ম্যানেজ করে তাদের সিএনজি অটোরিক্সা চালিয়ে যাচ্ছে। এতে করে সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে আর চাঁদপুর পৌরসভার টাকা যাচ্ছে এক শ্রেণীর অসাধু লোকদের পকেটে।
যানজটের মূল কারণ ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা ও শহরের বিভিন্ন স্থানে সিএনজি, অটোরিক্সার স্ট্যান্ড তৈরি করার ফলে রাস্তাগুলোতে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। যার কারণে শহরের সড়কগুলোতে সব সময় তীব্র যানজট লেগেই থাকে।
]শরীফুল ইসলাম [/author]
||আপডেট: ০৭:১৩ অপরাহ্ন, ০৪ এপ্রিল ২০১৬, সোমবার
চাঁদপুর টাইমস /এমআরআর