Home / কৃষি ও গবাদি / যুগ্ম সম্পাদক জব্বার খানের মৃত্যুতে শোক
Shok News

যুগ্ম সম্পাদক জব্বার খানের মৃত্যুতে শোক

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল জব্বার খান জটিল রোগে আক্রান্ত হয়ে রোববার সকাল ৬টায় ঢাকা আল রাজি হাসপাতালে ইন্তেকাল করেন।

(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়েসহ, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ এশা দর্জিঘাট প্রাথমিক বিদ্যালয় মাঠে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ২য় জানাযা এলডিইডি অফিস মাঠে অনুষ্ঠিত হয়। পরে বাসস্ট্যান্ড কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি এসএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি শফিউল আলম, সাইফুল ইসলাম, আবদুল সালাম, হারুনুর রশিদ, জাফর খান, সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও জানাযায় উপস্থিত ছিলেন এলজিইডির কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ এলাকার মুসল্লিগণ।

||আপডেট: ১০:১০  অপরাহ্ন, ০৩ এপ্রিল ২০১৬, রোববার

চাঁদপুর টাইমস /এমআরআর

Leave a Reply