বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মালের নেতৃত্বে নবনির্বাচিত চেয়ারম্যান নাছির খানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
চাঁদপুর সদর উপজেলাধীন ১নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়ী হয়ে নব নির্বাচিত চেয়ারম্যান মাটি ও মানুষের ইউপি বন্ধু নাছির উদ্দিন খানকে শনিবার বিকাল ৪টায় বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম এর নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানান।
এই সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির কিশোর, জহির মিজি, আনোয়ার হোসেন প্রধানীয়া, মোঃ শাহদাত হাওলাদার, মোস্তফা গাজী, হাসান তালুকদার, হারুন হাওলাদার, জয়নাল মিয়াজী, মোঃ ইমাম হোসেন, কালাম বকাউল, খোরশেদ বকাউল, মানিক প্রধানীয়া, আজাদ ছৈয়াল, মোঃ রুবেল বেপারী, ফরহাদ ঢালী, বশির মিয়াজী, মোঃ আলমগীর বেপরী, কবির বেপারী, বদশা তালুকদার, জয়নাল বকাউল, জাহাঙ্গীর গাজী, শাহাজাহান ছৈয়াল, মাছুদ পাঠানসহ আরো ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নাছির উদ্দিন খান শামিম খান নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়ী হয়ে দলের মুখ উজ্জ্বল করে বিষ্ণুপুর ইউনিয়নের মাটি ও মানুষের মূখে হাসি ফুটিয়েছে। তার খুশিতে ইউনিয়ন যুবলীগের কর্মিরা নাছির উদ্দিন খান শামিমকে মিষ্টিমুখ করায়।
মো. জাবেদ হোসেন[/author]
||আপডেট: ১২:০১ অপরাহ্ন, ০৩ এপ্রিল ২০১৬, রোববার
চাঁদপুর টাইমস /এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur