আর্মেনিয়া ও আজারবাইজানের বিতর্কিত নাগোর্নো-কারাবাখ সীমান্তে দু’দেশের সেনাবাহিনীর গোলাগুলিতে ৩০ জন সেনা সদস্য নিহত হয়েছেন। দু’দেশের কর্তৃপক্ষই সেনা সদস্য নিহতের সত্যতা নিশ্চিত করেছে।
আলজাজিরার খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার রাতভর চলা এ সংঘর্ষের জন্য দু’দেশই একে অপরকে দোষারোপ করছে।
আজারবাইজান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আর্মেনিয়ার সেনাবাহিনী তাদের ১২ জন সেনাকে হত্যাসহ একটি হেলিকপ্টারকে ভূপাতিত করেছে।
সেখানে দাবি করা হয়, আজারবাইজান সেনাবাহিনী কারবাখের দু’টি কৌশলগত অংশ নিজেদের দখলে নিয়েছে।
এদিকে আর্মেনিয়ার প্রেসিডেন্ট সার্জ সার্কিসিয়ান টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেন, ‘আমাদের ১৮ জন সেনা সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া আরও ৩৫ জন আহত হয়েছেন।’
আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আর্টসরান হোভানিসায়ান তার ফেসবুক পোস্টে লিখেছেন, আর্মেনিয়ার সেনাবাহিনী আজারবাইজানের একটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করেছে।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন দু’দেশকেই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। ক্রেমলিনের মুখপাত্র ডিমিট্রি পেস্কোভ রাশিয়ান সংবাদ সংস্থাকে এ তথ্য জানিয়েছেন।
১৯৯৪ সালের যুদ্ধের পর নাগোর্নো-কারাবাখ অঞ্চল আর্মেনিয়ার সেনাবাহিনীর দখলে ছিল। ১৯৯৪ সালের পর শনিবারের এ সংঘর্ষকে সবচেয়ে বড় ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
||আপডেট: ১২:০১ অপরাহ্ন, ০৩ এপ্রিল ২০১৬, রোববার
চাঁদপুর টাইমস /এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur