চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা নদীতে নিখোঁজ হওয়া কলেজছাত্র সালাউদ্দিন (১৮) এর লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও ডুবুরীর যৌথ প্রচেষ্টায় নিখোঁজ হওয়ার ৮ ঘন্টার পর শনিবার রাত ৮টা ৫৫ মিনিটে লাশ উদ্ধার করেছে ।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন মজুমদার রাতেই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আহমেদ মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার মফিজুল ইসলাম, বাগান বাড়ি ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, উপজেলা যুবলীগ নেতা রুবেল মিয়া বাবু ও ছাত্রলীগ নেতা আরিফ।
প্রসঙ্গত, শনিবার বিকেল ২টার দিকে মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের হাপানিয়া এলাকার মেঘনা-ধনাদো নদীতে ৪ বন্ধু মিলে সাঁতার কাটতে গেলে সালাউদ্দিন ডুবে যায়।
সে মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের বড় কিনারচর গ্রামের মাইন উদ্দিনের ছেলে।
সালাউদ্দিনরা ৩ বন্ধু মিলে ওই নদীতে সাঁতার কাটার প্রতিযোগিতায় যায়। তার মধ্যে ৩ বন্ধু ফেরত আসতে পারলেও সালাউদ্দিন নিখোঁজ হয়ে যায়।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Kamal-mat-u.jpg” ]কামাল হোসেন খান, মতলব উত্তর করেসপন্ডেন্ট [/author]: আপডেট ১:০৬ এএম, ৩ মার্চ ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur