মতলব দক্ষিণে জাতীয় কৃমিনাশক সপ্তাহ ২ এপ্রিল শনিবার সকালে উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ২ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত শিশুদেরকে এ কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোটা. ডা. এ.কে.এম মাহাবুবুর রহমান। নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল চন্দ্র দের পরিচালনায় বক্তব্য রাখেন মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান মোঃ মোস্তফা, মাইটিভির মতলব প্রতিনিধি রোকনুজ্জামান রোকন, দৈনিক ইলশেপাড়ের মতলব ব্যুরো প্রধান মাহফুজ মল্লিক প্রমুখ।
মাজহারুল ইসলাম অনিক [/author]
||আপডেট: ০৯:১৪ অপরাহ্ন, ০২ এপ্রিল ২০১৬, শনিবার
চাঁদপুর টাইমস /এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur