“আসুন সবাই মিলে আওয়াজ তুলি-দুর্নীতি মুক্ত সোনার বাংলাদেশ গড়ি” সর্বনাশা দুর্নীতি-রুখে দাড়ান এখনই” দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ি-দুর্নীতিকে না বলি, দুর্নীতিবাজদের ঘৃণা করি। এ শ্লোগানকে সমনে রেখে ২৬ মার্চ হইতে ১ এপ্রিল পর্যন্ত দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে র্যালি ও মানবন্ধন বুধবার সকালে ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রঙ্গন হইতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেন, দুর্নীতি প্রতিরোধ করে নতুন প্রজন্মকে দুর্নীতির হাত থেকে রক্ষা করতে হবে। সমাজের কোন অবস্থাতেই যেন দুর্নীতি না হয় সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। ছাত্র-ছাত্রীরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। দুর্নীতি বিরুদ্ধে সকলে রুখে দাড়িয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে।
চাঁদপুর জেলা দুর্নীতির প্রতিরোধ কমিটির সভাপতি ড. কাজী হাসেমের সভাপতিত্বে বিশষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্ল অঞ্চলের দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচলক মোঃ আবুল কালাম, সহকারী পরিচলক সাইফুল ইসলাম। এসম আরোও বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হোসেন খাঁন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নির্বাহী সদস্য রোটারিয়ান অধ্যাপক মোঃ জাকির হোসেন, মোঃ সানাউল্ল্যাহ খান, সাবেক অধ্যক্ষ সফিকুর রহমান প্রমুখ।
র্যালি ও মানব বন্ধনের ঘোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২শতাধিক ছাত্রী সহ সমাজের বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি : আপডেট ১০:২৭ পিএম, ৩০ মার্চ ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur