মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার (৩০ মার্চ) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
মতলব উত্তর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম হাওলাদার প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন এবং বক্তব্য রাখেন।
ছেংগারচর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সলর মোঃ আল আমিন সরকারের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক সাংবাদিক ঢালী কামরুজ্জামান হারুনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কবির হোসেন, ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজের নব-নির্বাচিত শিক্ষক প্রতিনিধি প্রভাষক আহসান উল্যাহ সরকার ও ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ কামাল হোসেন খান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরকার আবুল কালাম আজাদ, ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সলর শাহাদাত হোসেন খোকন ঢালী,সংরক্ষিত মহিলা কাউন্সলর মিল্লাতুন্নেছা মিলি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাহফুজ মিয়া, অনুষ্ঠানের পৃষ্ঠপোষক জেনারেল হাসপাতালের স্বত্বাধিকারী মোবারক হোসেন বেপারী ও কুলসুম আক্তার সুমনা, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমেদ, সমাজ সেবক মোঃ রবিউল্যাহ বেপারী, মোঃ আবুল হোসেন গাজী,মোঃ তাজুল ইসলাম সরকার, রাজুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুজ্জামান আশিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন মনি, সহকারী শিক্ষকনাছিমা আক্তার, রুমা আক্তার, আনোয়ারা আক্তার, নীলনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জেসমিন আক্তার, ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম, সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু নাছের প্রমুখ।
এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় ছিলেন,ছেংগারচর জেনারেল হাসপাতাল।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Kamal-mat-u.jpg” ]কামাল হোসেন খান, মতলব উত্তর করেসপন্ডেন্ট [/author]: আপডেট ১০:১৪ পিএম, ৩০ মার্চ ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur