চাঁদপুর শহরের বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার দাখিল পরীার্থীদের বিদায় উপলক্ষ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৩০ জানুয়ারি) সকালে মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার অধ্যক্ষ মাও.মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি তাঁর বক্তব্যে বলেন,‘মাদ্রাসার সকল শিক্ষার্থীরা লেখা পড়ার প্রতি আগ্রহ বাড়িয়ে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। গতবার যারা পরীক্ষায় অংশগ্রহন করেছে, তার ভালো করেছে। তাই আমি এবারও তোমাদের প্রতি আহ্বান করবো, তোমরা ভালো ফলাফল অর্জন করে মাদ্রাসার সুনাম অক্ষুন্ন রাখবে। এরজন্য তোমাদের ভালো ভাবে পড়াশুনা করতে হবে। মাদ্রাসায় তোমরা যতক্ষণ থাকবে, এই সময়ে শুধু লেখাপড়া করবে। এখন তোমাদের কাজ শুধু লেখা পড়া করা, এরমধ্যে যেনো রাজনৈতিক চিন্তা-চেতনা না আসে।’
মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাও. হাবিবুল্লাহর পরিচালনায় দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা গভর্নিং বডির সাবেক সভাপতি প্রকৌ. দেলোয়ার হোসেন, মাদ্রাসা গভনিং বডির সদস্য আব্দুল জাব্বার মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, গিয়াসউদ্দিন ভূঁইয়া। দাখিল পরীার্থীদের বিদায়ী মানপত্র পাঠ করেন সাবিক বেপারী।
এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার আরবি প্রভাষক মাও. আব্দুল মান্নান, মাও. আবু জাফর মো. মোজাম্মেল হক, সিনিয়র শিক্ষক মাও. বেলাল পাটোয়ারী, মাও. মুফতি কেফায়েত উল্লাহ, এবি এম ফারুকুল ইসলাম, নজরুল ইসলাম. মনির হোসেন, আবুল কাশেম, শেখ নাছিমা সুলতানা, শামিমা আক্তার, মারজিয়া আক্তার প্রমুখ।
এবার বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ২০১৯ সালের দাখিল পরীক্ষায় মোট ২৭ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা অংশ গ্রহন করবে। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোহাম্মদ জসিম উদ্দিন।
প্রতিবেদক:শরীফুল ইসলাম
৩০ জানুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur