Home / কৃষি ও গবাদি / ‘উন্নয়নের সাথে ফলাফলের মানের প্রতি নজর দিতে হবে’
‘উন্নয়নের সাথে ফলাফলের মানের প্রতি নজর দিতে হবে’

‘উন্নয়নের সাথে ফলাফলের মানের প্রতি নজর দিতে হবে’

চাঁদপুর লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডা. দীপু মনি এমপি

চাঁদপুর লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে অবকাঠামোগত সমস্যায় জড়িত ছিলো। বর্তমানে এর অনেকটা উন্নয়ন হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে অসমাপ্ত কাজগুলো শেষ হবে বলে আমি আশাবাদী। বিদ্যালয়ে অবকাঠামোগত উন্নয়নের সাথে ফলাফলের মানের প্রতি নজর দিতে হবে। যাতে করে শহরের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেকে দাঁড় করাতে পারে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডা. এসএম শাহীদ উল্লার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার, বিদ্যালয়ের দাতা সদস্য ডা. মোবারক হোসেন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. ইলিয়াছ মিয়া।

 

]শরীফুল ইসলাম [/author]

 

||আপডেট: ০৬:১২  অপরাহ্ন, ৩০ মার্চ ২০১৬, বুধবার

চাঁদপুর টাইমস /এমআরআর