তনু হত্যার বিচার দাবিতে বুধবার কুমিল্লায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষক শিক্ষার্থীরা।
২৭ মার্চ কুমিল্লা নগরীতে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষা প্রতিষ্ঠানে এক ঘন্টা মানববন্ধনের আয়োজন করার জন্য আহবান জানিয়েছিলেন গণ জাগরণ মঞ্চের মুখমাত্র ডা.ইমরান এইচ সরকার।
ভিক্টোরিয়া কলেজ তনু মঞ্চে বুধবার দিনব্যাপী বিক্ষোভ হয়েছে। এছাড়া ভিক্টোরিয়া কলেজ থিয়েটার তনুর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ-মাহফিলের আয়োজন করে।
এদিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অধ্যয়নরত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকার ছাত্র-ছাত্রীদের উদ্যোগে তনু হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মিয়াবাজার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
‘সেনানিবাসে ছাত্রী মরে, সেনারা কি করে?’ ‘আমরা সবাই তনুর ভাই, তনু হত্যার বিচার চাই’ এবং ‘আমার বোন মরলো কেন প্রসাশন জবাব চাই’- এমন স্লোগান উচ্চারণ করে।
মানববন্ধনে মিয়াবাজারস্থ মিয়াবাজার ডিগ্রী কলেজ, মিয়াবাজার লতিফুন্নেসা উচ্চ বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান জালাল, উজিপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি আবুল কালাম,সাধারণ সম্পাদক মাহবুব।
এছাড়া কুমিল্লার তিতাস উপজেলার গৌরীপুর-হোমনা সড়কের গাজীপুর বাস স্টেশনে দুপুর ১২ থেকে এক ঘন্টা মানববন্ধন করেছে গাজীপুর খান হাইস্কুল এন্ড কলেজে শিক্ষক ও শিক্ষার্থীরা। কলেজের প্রভাষক মাহফুজুল ইসলাম সাইমুম, শওকত হোসেন টুলু, নজরুল ইসলাম, মেহেদী মাসুদ, আনোয়ার জাহিদের নেতৃত্বে ৫ শতাধিক শিক্ষার্থী এক ঘন্টা মানববন্ধন করে।
তনুর নির্মম হত্যাকা-ের প্রতিবাদে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মানববন্ধন করেছে ব্রাহ্মণপাড়া উপজেলার আবদুল মতিন খসরু মহিলা কলেজ ও ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুল। দুপুরে কুমিল্লা-ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়কের আবদুল মতিন খসরু মহিলা কলেজের সামনে মানবন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, আবদুল মতিন খসরু মহিলা কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র দাস, সহকারী অধ্যাপক আবদুল কুদ্দুসসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সূত্র জানায়, গত ২০ মার্চ রাতে তনুকে সেনানিবাস এলাকায় হত্যা করে দুর্বৃত্তরা। ২১ মার্চ সন্ধ্যায় তনুকে তাদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামে দাফন করা হয়। এ বিষয়ে তার পিতা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারি ইয়ার হোসেন ২১ মার্চ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
কুমিল্লা করেসপন্ডেন্ট : আপডেট ০৭:১১ পিএম, ৩০ মার্চ ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur