অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমস সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলকে দৈনিক মেঘনা বার্তার আনুষ্ঠানিক পথ চলার ৫ বছর উপলক্ষে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ মার্চ) প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে গেলে কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলে হাতে দৈনিক মেঘনা বার্তার প্রকাশক ও সম্পাদক এ শুভেচ্ছা স্মারক তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর টাইমস-এর ব্যাবস্থাপনা সম্পাদক আসমা ইব্রাহীম, কাজী পরিবার সদস্য কাজী আফতাব সামী, কাজী আহনাফ, কাজী আদিবা রাইসা জেবা।
প্রসঙ্গগত, গত ৬ ফেব্রুয়ারি চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে দৈনিক মেঘনা বার্তার আনুষ্ঠানিক পথ চলার ৫ম বছর উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল আমন্ত্রিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট ১০:১৯ পিএম, ২৮ মার্চ ২০১৭, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur