Home / উপজেলা সংবাদ / হাইমচরে জাটকা ধরার অপরাধে ১০ জেলের জেল-জরিমানা

হাইমচরে জাটকা ধরার অপরাধে ১০ জেলের জেল-জরিমানা

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মেঘনা নদীতে জাটকা (ইলিশের পোনা) ধরার অপরাধে ১০ জেলেকে আটক করে নীলকমল নৌ-পুলিশ। আটককৃত ১০ জেলেদের মধ্যে ৪জনকে ৫হাজার টাকা ও একই অপরাধে ৬ জনকে ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামাল ১ বছর করে কারাদন্ড দেয়।

২৭ মার্চ হাইমচরের মেঘনায় অভিযান চালিয়ে নৌ-পুলিশের এসআই হাসান ও উপজেলা মৎস্য কর্মকর্তা একে এম জহিরুল ইসলাম অভিযান চালিয়ে ১০ জেলেকে আটক করেন। আটককৃত জেলেদের মধ্যে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এরা হলেন লক্ষ্মীপুর জেলার চরবংশি গ্রামের কবির চৌধুরী, মোস্তফা, রায়পুর জেলার দিপু, আলাউদ্দিন, কাল চকিদার ও মোঃ আলমগীর। জরিমানা করে ছেড়ে দেয়া জেলেরা হৃদয় ঢালী, জসিম মিয়া, ফারুক ও মাহমুদউল্লা।

[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/BM-Ismail.jpg” ]বিএম ইসমাইল, হাইমচর করেসপন্ডেন্ট [/author]

||আপডেট: ০৮:০৪  অপরাহ্ন, ২৭ মার্চ ২০১৬, রোববার

চাঁদপুর টাইমস /এমআরআর