দু’দিনের ব্যবধানে সৌদি আরবের রিয়াদে হৃদরোগে সবুজ মাহমুদ দেলোয়ার (৩৮) নামে বাংলাদেশি মারা গেছেন। বুধবার ভোরে রুমে গিয়ে মৃত্যুর বিষটি বুঝতে পারে রুমের কয়েকজন প্রবাসী বাংলাদেশি।
সবুজের পিতা-সুলতান আহমেদ। তিনি কুমিল্লার বি-পাড়া উপজেলার শ্বশীতল ইউনিয়নের সাজঘর গ্রামের বংশী বাড়ির ছেলে।
নিহতের চাচাতো ভাই মোস্তফা জানান, সবুজ খাওয়া দাওয়া শেষে করে ঘুমিয়েছিলেন। প্রতিদিনের মতো কোনো সাড়া শব্দ না পেয়ে তার রুমে থাকা অন্যরা পাশে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।
তাকে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, সবুজ হার্ডস্ট্রোক করে আগেই মারা গেছেন। বর্তমানে মরদেহ রিয়াদের সমোসী সরকারি হাসপাতালের হিমাগারে রয়েছে।
সবুজের অকাল মৃত্যুতে দেশটির স্থানীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
বার্তা কক্ষ
২৪ জানুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur