মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার সকাল পৌনে ৯টার দিকে দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে এ শ্রদ্ধা জানান তিনি।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্য সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
গত বছর স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে যাননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগাম নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা খালেদা জিয়া ওই সময় গুলশানের নিজ রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছিলেন। ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ৯২ দিন পরে শিথিল হয়ে যায়।
তবে খালেদা জিয়ার পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান ও ড. আবদুল মঈন খানসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা শ’খানেক কর্মীকে নিয়ে স্মৃতিসৌধের শহীদবেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
||আপডেট: ১১:৩৭ পূর্বাহ্ন, ২৬ মার্চ ২০১৬, শনিবার
চাঁদপুর টাইমস /এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur