“ই-সার্চবিডি” একটি আধুনিক তথ্যনির্ভর জনসেবা ও আত্মকর্মসংস্থানমূলক প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর (আইসিটি শাখা) কর্তৃক অনুমোদিত। চাঁদপুর জেলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ¯œাতক ও ¯œাতকত্তোর পর্যায় এবং সমমানের সকল ছাত্র-ছাত্রী ও সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষীকাগণকে এবং শিক্ষিত জনগোষ্ঠীকে আইসিটি (ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি) কম্পিউটার ও ইন্টারনেট প্রশিক্ষণের জন্য প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ী কম্পিউটার ল্যাব স্থাপন করে দুই মাস ব্যাপী ৩৬টি ক্লাশে বিনামূল্যে আইসিটি কম্পিউটার ও ইন্টারনেট প্রশিক্ষণ প্রদান করে আসছে।
এই ধারাবাহিকতায় আন-নূর প্রিপারেটরী মাদ্রাসা, প্রফেসর পাড়া, চাঁদপুরে ২৪ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১০টায় প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন হতে যাচ্ছে। উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নাহার। সভাপতিত্ব করবেন হাফেজ নিজামুল হক, অধ্যক্ষ, আন-নূর প্রিপারেটরী মাদরাসা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ডাঃ হারুন অর রশিদ (সাগর), প্রেসিডেন্ট, বিএমএ. চাঁদপুর সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
||আপডেট: ০৮:০৫ অপরাহ্ন, ২৩ মার্চ ২০১৬, বুধবার
চাঁদপুর টাইমস /এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur