Home / চাঁদপুর / চাঁদপুরে প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষায় কর্মশালা
চাঁদপুরে প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষায় কর্মশালা

চাঁদপুরে প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষায় কর্মশালা

“প্রবীণ স্বাস্থ্য সুরক্ষা করি-সুস্থ্য বার্ধক্য গড়ি, প্রবীনদের স্বাস্থ্যে আমরা সচেতন-আনন্দে ভরে তুলি তাদের জীবন” এ শ্লোগানকে সামনে রেখে ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড এর আয়োজনে চাঁদপুর সিভিল সার্জন হলরুমে বুধবার (২৩ মার্চ) প্রবীনদের স্বাস্থ্য সুরক্ষায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ রথিন্দ্রনাথ মজুমদার বলেন, ‘আজকের নবীন আগামী দিনের প্রবীণ নবীনদের মাঝে আছে প্রবীণের হাতছানি। প্রবীণদের নির্দিষ্ট বয়স নেই। তারুন্যতম জীবনের অবসানে প্রবীণের আবির্ভাব। বাংলাদেশের আত্ম সামাজিক অবস্থা তেমন ভালো নয়, একান্নবতী পরিবার ভেঙ্গে ছোট ছোট পরিবারে রূপ নিচ্ছে বলে প্রবীণরা হয়ে পড়েছে অসহায়। এর ফলে প্রবীণদের স্থান হচ্ছে বৃদ্ধাশ্রমে।’

তিনি আরো বলেন, আমাদের প্রবীণদের অবহেলা করা উচিত নয়। কারণ প্রত্যেকেই একসময় এ অবস্থানে আসতে হবে। প্রবীণদের প্রধান সমস্যা অসুখ বিসুখ ও মানসিক সমস্যা। এ সময় তাদের প্রয়োজন যতœ, প্রয়োজনীয় খাবার, সেবা ও বাসস্থান। প্রবীণদের স্বাস্থ্য সু-রক্ষায় সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসছে। বর্তমানে প্রবীণরা আগের চাইতে অনেক সুযোগ সুবিধা পাচ্ছে।

তিনি আরো বলেন, প্রবীনদের নিয়ে এ ধরনের কর্মশালা করায় আমি চাঁদপুরের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ক্রিয়েটিভ মিডিয়াকে ধন্যবাদ জানাই। কারণ প্রবীনদের নিয়ে এই প্রথম একটি সুন্দর অনুষ্ঠান তাদের মাধ্যমে আয়োজন হওয়ায়।

স্বাস্থ্য শিক্ষা ব্যুারো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধিনে ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড এর আয়োজনে চাঁদপুর জেলার অসংখ্য প্রবীনদের নিয়ে এ কর্মশালায় সাংবাদিক মিজান লিটনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি.এম. হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন নবী মাসুম, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংবাদিক শওকত আলী, রফিকুল ইসলাম মিয়াজী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ আশ্রাফ আহমেদ চৌধুরী, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোহাম্মদ ইউছুফ, বাংলাদেশ রেলওয়ে শ্রমীকলীগের চাঁদপুর জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান টিটিই, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিয়াজী, অবসপ্রাপ্ত শিক্ষক মোঃ শামছুদ্দিন, অবসরপ্রাপ্ত সার্জেন আবু তাহের, জেলা পাবলিক হেলথ নার্স মিসেস মোর্শেদা আক্তার, স্যানেটারী ইন্সপেক্টর সাইফুদ্দিন আহমেদ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে চাঁদপুরের বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

: আপডেট ২:৫৪ পিএম, ২৩ মার্চ ২০১৬, বুধবার
ডিএইচ