চাঁদপুর শহরের বিপণিবাগ আইএবি মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার উদ্যোগে কলেজের সকল ডির্পাটমেন্ট কমিটি গঠন উপলক্ষে রোববার সকাল ১০টায় বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে কলেজের সভাপতি মোঃ মহসিন হোসেন-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মোঃ মহিউদ্দিন মিয়াজী এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি জননেতা শেখ মোঃ জয়নাল আবদিন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ রিয়াজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি গাজী মোঃ হানিফ, সদর উপজেলার সহ-সভাপতি মাওঃ নাছির উদ্দিন, সদর উপজেলার জয়েন্ট সেক্রেটারি মাওঃ নূরউদ্দিন।
অন্যানের মাঝে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রায়হান মোঃ আকতার, প্রশিক্ষণ সম্পাদক সেলিম হোসেন, সদর উপজেলার সভাপতি আবুল বাশার, সাবেক সভাপতি এ. কে. মোক্তার হোসাইন, সরকারি কলেজের সহসভাপতি মোঃ শামীম আজাদ, প্রশিক্ষণ সম্পাদক আনোয়ার হোসেন, জিয়া ছাত্রাবাস এর সভাপতি মোঃ ফাহাদ হোসেন প্রমুখ।
সম্মেলন শেষে বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সভাপতি মোঃ নেছার উদ্দিন, সহ-সভাপতি মোঃ রহমতউল্লাহ্, সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ হোসেন। ইংরেজি বিভাগে সভাপতি মোঃ আব্দুস সালাম, সহ-সভাপতি আরিফ মিয়াজী, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আরাফাত। অর্থনীতি বিভাগে সভাপতি মোঃ ফাহাদ হোসেন, সহ-সভাপতি মোঃ রাশেদুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ খান। সমাজ কল্যাণ বিভাগে সভাপতি মোঃ আঃ বারেক, সহসভাপতি মোঃ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মোঃ হানজালা। হিসাব-বিজ্ঞান বিভাগে সভাপতি মোঃ মহসিন ঢালী, সহ-সভাপতি মু. তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফ মাহমুদ। ব্যবস্থাপনা বিভাগে সভাপতি মোঃ মারুফ হোসেন, সহ-সভাপতি রাশেদ হোসেন, সাধারণ সম্পাদক এমরান হোসেন। ইসলামী স্টাডিজ বিভাগে সভাপতি মোঃ ফারুক হোসেন, সহ-সভাপতি মোঃ আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন। স্নাতক ডিগ্রি শাখায় সভাপতি আসাদুল্লাহ্ সুমন, সহ-সভাপতি মুনজুর গাজী, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। উচ্চ মাধ্যমিক শাখায় সভাপতি মোঃ আব্দুল মালেক সহ-সভাপতি মোঃ সোহেল, সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন এর নাম ঘোষণা করা হয়। পরে ১ সপ্তাহ সময়ের মধ্যে সকল বিভাগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়। সংগঠনের নীতিমালা অনুযায়ী সকলকে শ্বপথ বাক্য পাঠ করিয়ে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সম্মেলন সমাপ্তি করা হয়।