চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের ফতুয়াকান্দি সেচ নিষ্কাশন খাল থেকে এক অজ্ঞাত নারীর (আনুমানিক ৩২) গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২১ মার্চ) দুপুরে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন মজুমদার সঙ্গীয় ফোর্স খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে পথচারী ও স্থানীয় লোকজন দুর্গন্ধ পেয়ে ঝোপঝাড়ের মধ্যে অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে অবহিত করে। ফতুয়াকান্দি গ্রামের মিজি বাড়ির পুকুরের পাড়ে পানি নিষ্কাশন খালে লাশটি পড়ে ছিল। লাশের গায়ে ছাপা প্রিন্টের জামা, লাল রংয়ের সেলোয়ার, হাতে চুড়ি-ঘড়ি আছে ও পায়ে নূপুর ছিল। গলায় লাল রঙের ওড়না পেঁচানো ছিল। লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
মাজহারুল ইসলাম অনিক, স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর টাইমস
||আপডেট: ০৯:১৪ অপরাহ্ন, ২১ মার্চ ২০১৬, সোমবার
চাঁদপুর টাইমস /এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur