কোনো বিদেশি নাগরিক বাংলাদেশে ১০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করলে অথবা কোনো স্বীকৃতি আর্থিক প্রতিষ্ঠানে ২০ লাখ মার্কিন ডলার ট্রান্সফার করলে তিনি বাংলাদেশের নাগরিকত্ব পাবেন। এ বিধান রেখে জাতীয় শিল্পনীতি ২০১৬ এর খসড়ার অনুমোদন দিয়েছেন মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘২০১০ সালের শিল্পনীতি আপডেট করে এবারের শিল্পনীতি প্রণয়ন করা হয়েছে।’ (বাংলামেইল)
নিউজ ডেস্ক: আপডেট ০৪:৪০ পিএম, ২১ মার্চ ২০১৬, সোমবার
ডিএইচ