Home / জাতীয় / সরকারি চাকরিজীবীদের ফেসবুক ব্যবহারে নির্দেশনা
সরকারি চাকরিজীবীদের ফেসবুক ব্যবহারে নির্দেশনা
ফাইল ছবি: চাঁদপুর টাইমস

সরকারি চাকরিজীবীদের ফেসবুক ব্যবহারে নির্দেশনা

বাংলাদেশে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা ফেসবুকে কী করতে পারবেন আর কী করতে পারবেন না, সে বিষয়ে সরকার একটি নির্দেশনা জারি করেছে। তাদের অপ্রয়োজনীয় ট্যাগিং করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রোবার এ নির্দেশনা জারি হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যক্তিগত অ্যাকাউন্ট পরিচালনার সময় তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে, মেনে চলতে হবে কিছু অনুশাসন।
এ ছাড়াও মন্তব্য করার বিষয় বেছে নেয়া এবং বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী কোনো কনটেন্ট প্রকাশ করা যাবে না। প্রকাশ করা যাবে না কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এ রকম কোনো কনটেন্টও।

জনমনে অসন্তোষ সৃষ্টি করতে পারে এমন মন্তব্য করার ব্যাপারেও সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নিষেধ করে দেয়া হয়েছে।

বাংলাদেশে বসবাসকারী আদিবাসী, ুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী বা কোনো সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক বা তাদেরকে হেয় করতে পারেÑ এ ধরনের কনটেন্টও প্রকাশ করা যাবে না।

এর পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানকে ফেসবুকে সক্রিয় হওয়ারও তাগাদা দিয়েছে সরকার।

এমন এসব পেইজে পোস্ট, কমেন্ট বা পেইজ খোলার জন্য পুরস্কার দেয়ার কথাও বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীদের ৮০ শতাংশ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকেন এবং সারা দেশে আট শতাধিক সরকারি অফিসে দাফতরিক কাজে সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করা হচ্ছে। (সূত্র : বিবিসি)
নিউজ ডেস্ক : আপডেট ০৭:১৪ এএম, ২১ মার্চ ২০১৬, সোমবার
ডিএইচ