চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে বৃহস্পতিবার ইয়াবা বিক্রি ও সেবনের দায়ে ২ জন ও ইলিশ পাচারকালে ১ জনকে আটক করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে হাজীগঞ্জ বাজারের মেয়র পার্কের দক্ষিণ মাথায় ১২ পিচ ইয়াবাসহ জসিম উদ্দিন (৪২) কে আটক করে পুলিশ। সে রামগঞ্জ উপজেলার কলচমা গ্রামের মান্দারী বাড়ীর মৃত নুরু মিয়ার ছেলে এবং হাজীগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ভূট্রোর আপন মামা। পরে তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়।
ওই দিন সকালে উপজেলার বাড্ডা এলাকার ফজলুল হকের ছেলে জাকির হোসেন (২২) কে মাদক সেবনের দায়ে আটক করা হয়। পরে মোবাইল কোটে তার ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা সড়কের উপজেলার এনায়েতপুর ব্রীজ থেকে ইলিশ মাছ বহন কালে চাঁদপুর যমুনা রোডের বাসিন্দা জাকির বেপারীর ছেলে রাসেল(২০) কে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ তিন জন আসামীকে আটক করেন হাজীগঞ্জ থানার পুরস্কারপ্রাপ্ত এ এস আই শরীফুল ইসলাম।
আর ভ্রাম্যমান আদারত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট শেখ মুর্শিদুল ইসলাম।
: আপডেট ১০:৪০ পিএম, ১৮ মার্চ ২০১৬, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur