মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী গ্রামের ভুট্টা ক্ষেত থেকে উদ্ধারকৃত অজ্ঞাত ব্যক্তির লাশের সন্ধান ১৬দিন পর পাওয়া গেছে। মৃত ব্যক্তি চাঁদপুর সদর উপজেলার বড় স্ট্রেশন ক্লাব রোডের মৃত নুরুল ইসলামের ছেলে নূর মোহাম্মদ। সে পেশায় একজন কসাই।
তাঁর স্ত্রী পারভীন ও মেয়ে তানিয়া, শ্যালক মাসুদ, মারফ গতকাল ১৮ মার্চ সকালে মতলব দক্ষিণ থানায় এসে মৃত ব্যক্তির ছবি এবং কাপড় চোপড় শনাক্ত করে। মৃত নুর মোহাম্মদের ছেলে পারভেজ, মেয়ে তানিয়া রয়েছে।
এ ব্যাপারে মৃত নুর মোহাম্মদের বোন হেনা জানান, দৈনিক পত্রিকা ও পোস্টার দেখে আমরা মতলব দক্ষিণ থানায় যোগাযোগ করে তার সন্ধান পাই।
প্রসঙ্গত, গত ২মার্চ গভীর রাতে কে বা কারা লাশটি ভুট্টা ক্ষেতে ফেলে রাখে। তার পরনে কাছা দেওয়া লুঙ্গি ও হাফ হাতার গারো নীল রংঙ্গের শার্ট ও সাদা গেঞ্জি রয়েছে।
এ ব্যাপারে উপাদী ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার জাকির হোসেন বাদী হয়ে গত ৩ মার্চ একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং- ০৪। পরে লাশটি চাঁদপুর আঞ্জুমান আরা মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়।
||আপডেট: ১০:১৭ অপরাহ্ন, ১৮ মার্চ ২০১৬, শুক্রবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur