চাঁদপুরের মোহনপুর নদী এলাকা থেকে ৫টি ভলগেট জব্দ করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল¬াহ, (এসডি) (পিএন্ড আরটি), বিএন-এর নেতৃত্বে চাঁদপুর কোস্টগার্ড সদস্য এম এন হোসেন, এলএস (সিডি)-এর একটি অপারেশন দল ১২ মার্চ সকাল রাত ২টা পর্যন্ত চাঁদপুরের মোহনপুর এলাকা হতে অবৈধভাবে মাটি উত্তোলনের জন্যে ০৫টি ভলগেট জব্দ করে। এসব ভলগেটের মূল্য প্রায় ২ কোটি টাকা।
জব্দকৃত ভলগেটগুলো জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্থান্তর করা হয়।
কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ বলেন, জাটকা নিধন প্রতিরোধ এবং নৌ পথে অবৈধ মালামাল পাচার রোধে কোস্টগার্ডের এসব অভিযান অব্যাহত থাকবে।
||আপডেট: ০৩:৪৯ অপরাহ্ন, ১৪ মার্চ ২০১৬, সোমবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur