ওয়ার্ল্ড টি২০তে আজ ধর্মশালায় বাংলাদেশ ওমানকে ৫৪ রানে হারিয়ে বাংলাদেশ সুপার টেনে উঠে গেছে। বাংলাদেশ ২ উইকেটে ১৮০ রান করার পর বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ওমান ৯ উইকেটে ৬৫ রান করে। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে পরিবর্তিত লক্ষ্য অনুযায়ী বাংলাদেশ ৫৪ রানে বিজয়ী হয়।
ওয়ার্ল্ড টি২০তে আজ ধর্মশালায় বাংলাদেশ-ওমান ম্যাচে তামিম ইকবালের সেঞ্চুরিতে বাংলাদেশ ২০ ওভারে ২ উইকেটে ১৮০ করে।
ওমান ব্যাট করার সময় কয়েকবার বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়।
ওমান অল্প রানেই চারটি উইকেট হারায় তবে বৃষ্টির ফাঁকে ফাঁকে ব্যাট করতে নেমে ওমান নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে।
এরও আগে বাংলাদেশ দুর্দান্ত ব্যাটিং করে ২ উইকেটে ১৮০ রান করে। তামিম ইকবাল টি২০ ক্রিকেটে প্রথম বাংলাদেশী হিসেবে শতরান করেন।
তার ৬৩ বলে ১০৩ রানের ইনিংসটিতে ১০টি চার এবং পাঁচটি ছক্কা ছিল। টি২০ ক্রিকেটে ১ হাজার রানও পুরো করেছেন তিনি।
এ ছাড়া সাব্বির রহমান ২৬ বলে ৪৪ এবং সাকিব আল হাসান ৯ বলে ১৭ রান করেন। সৌম্য সরকার ২২ বলে ১২ রান করেন। (বিবিসি বাংলা)
নিউজ ডেস্ক : আপডেট ৫:০০ এএম, ১৪ মার্চ ২০১৬, সোমবার
ডিএইচ