একটা ছবি। সেই ছবিতে তোলপাড় অবস্থা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। ক্ষেপে আগুন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। অপমানিত বোধ করছেন তারা। এশিয়া কাপ টি২০ ক্রিকেটের ফাইনালে স্বাগতিক বাংলাদেশকে গুঁড়িয়ে সেই অপমানের প্রতিশোধ নিতে চায় তারা। মাঠের লড়াই শুরুর আগেই ভারতীয় ক্রিকেট দলের ওপর অপ্রত্যাশিত এক গুরু চাপ বসিয়ে দিয়েছে সেই ছবি।
ছবিটি কী? ছবিটি হচ্ছে বাংলাদেশের তরুণ পেস তারকা তাসকিন আহমেদ ও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। ছবিতে হুঙ্কার ছাড়ছেন তাসকিন। আর তার হাতে রয়েছে ধোনির খণ্ডিত মস্তক। বাংলাদেশের কোনো অতিআবেগী ভক্ত হয়তো ফটোশপ কিংবা অন্য কোনো ইমেজ এডিটিং সফটওয়্যারে ছবিটি তৈরি করে ইন্টারনেটে মাধ্যমে ছেড়ে দিয়েছিলেন। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে সেই ছবি ভাইরাল হয়েছে।
তাসকিনের হাতে তাদের অধিনায়কের খণ্ডিত মস্তকের ছবি দেখে ভারতীয়রা যারপরনাই ক্ষুব্ধ। টুইটার, ফেসবুকে একের পর মন্তব্য লিখে চলেছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যমগুলোও বিষয়টি গুরুত্ব সহকারে ছেপেছে। শুধু তাই নয়, বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা কবে কোন দেশকে এভাবে অপমানিত করেছে তাও ফিরিস্তি তুলে ধরেছেন তারা।
এক ভারতীয় সমর্থক টুইটারে লিখেছেন, আমি কোনোভাবেই বাংলাদেশের কাছে (ফাইনালে) ভারতের পরাজয় দেখতে চাই না। তাসকিনের হাতে ধোনির খণ্ডিত মস্তকের ছবি দেখে আমার রক্ত গরম হয়ে উঠছে। আরেক ভক্ত আবার লিখেছেন, এটা সত্যিই ভয়াবহ ছবি। ক্রিকেট কেবলই একটি খেলা, কোনো যুদ্ধ নয়। একজন ভক্ত আরও একধাপ বেড়ে লিখেছেন, ধোনির মস্তক হাতে এমন ছবির পর তাসিকন আহমেদকে আইএসআইএস বাংলাদেশের নেতা হিসেবে নামককরণ করা হয়েছে।
নিছক মজা করেই হয়তো ছবিটি তৈরি করা। তবে ভারতীয়রা এটাকে এতটাই গুরুত্ব সহকারে নিয়েছে যে শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভারতের টিম ডিরেক্টর রবি শাস্ত্রীকে এ নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তবে ‘সংবাদপত্র পড়ি না’ জাতীয় কথা বলে বিষয়টি সুকৌশলে এড়িয়ে গেছেন রবি শাস্ত্রী।
তবে শাস্ত্রী এড়িয়ে গেলেও ভারতীয়রা এ ছবির জ্বালা ভুলতে পারছে না। রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত ফাইনালে নিঃসন্দেহে এ ছবি উত্তেজনার বাড়তি বারুদ যুগিয়ে ফেলেছে ইতোমধ্যে।
নিউজ ডেস্ক || আপডেট: ০৯:৫৩ অপরাহ্ন, ০৫ মার্চ ২০১৬, শনিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur