চাঁদপুর জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান বলেছেন, ‘ চাঁদপুরকে সুন্দরভাবে অলংকৃত করতে সেবার মান উন্নয়নে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি সবাই আন্তরিকতার সাথে কাজ করবেন। এজন্য সরকারি কর্মকর্তাদের মতো এখন থেকে জনপ্রতিনিধিদেরও স্বচ্ছ ও জবাব দিহিতামূলক কাজ করতে হবে।’
সোমবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূিচ (ইউএনডিপি)’র কারিগরি সহযোগিতায় স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের বার্ষিক সমন্বয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘ সোনার বাংলা গড়তে নারী কর্মকর্তাদেরও এগিয়ে যেতে হবে। আপনাদের জন্য আরো প্রকল্প আসবে। আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এভাবে কাজ করে স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করবেন এ কামনা করছি।’
কর্মশালায় স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমানের সভাপতিত্বে এবং ইএএলজি প্রকল্পের ড্রিস্টিক্ট ফ্যাসিলিটেটর নূরউদ্দিন মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীআফরোজ, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কান্তি বশাক, স্থানীয় সরকারের ইএএলজি প্রকল্পের ড্রিস্টিক্ট ফ্যাসিলিটেটর এ এস এম শাহরিয়ার রহমান, নিকোলাস বিশ্বাস,জেলা শিক্ষা কর্মকর্তা মো.শফি উদ্দিন,
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.মহিউদ্দিন আহমেদ, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, জেলা ক্যাব সভাপতি জীবন কানাই চক্রবর্তী, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, জেলা পরিষদ সচিব মো.মিজানুর রহমান, বাগাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল,
রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল মামুন পাটওয়ারী, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় উত্তম কুমার সাহা, জেলা বাপসা’র সাধারণ সম্পাদক মো. কুদ্দুস আখন্দ রোকন প্রমুখ।
এসময় কার্যকর ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার (ইএএলজি) “প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং ইএএলজি প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদন- আনোয়ারুল হক
১৪ জানুয়ারি, ২০১৯