ঢাকা সুপ্রীম কোর্ট বার প্রাঙ্গনে আয়োজিত আইনজীবীদের মহাসমাবেশে অংশ নিলেন চাঁদপুর আইনজীবী ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ। শনিবার (১৯ নভেম্বর) জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রীম কোট বার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নুল আবেদীন।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রীম কোট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক ও জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের সদস্য সচিব ব্যারিষ্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ব্যারিষ্টার মওদুদ আহমেদ, অ্যাডঃ সুব্রত চৌধুরী, ব্যারিষ্টার জমিরউদ্দিন সিরকার, অ্যাডঃ সানাউল্লাহ, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডঃ আলহাজ¦ বোরহান উদ্দিন,
চাঁদপুর জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্টের সভাপতি অ্যাডঃ কামালউদ্দিন আহমেদ সহ জাতীয় ঐক্যফ্রন্টের সিনিয়র নেতৃবৃন্দ সহ ৬৪ জেলার জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের ৫৪ জন আইনজীবী।
মহাসমাবেশে অংশ নেয়া চাঁদপুর জেলা আইনজীবী ঐক্যফ্রন্টের নেতা অ্যাডঃ সেলিম আকবর, সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক অ্যাডঃ এ জেড এম রফিকুল হাসান রীপন, সিনিয়র আইনজীবী অ্যাডঃ ইব্রাহীম খলিল, অ্যাডঃ তোফাজ্জল হোসেন, অ্যাডঃ আবদুল্লাহ হিল বাকী, অ্যাডঃ বাবর বেপারী, অ্যাডঃ জাহাঙ্গীর খান, অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল,
অ্যাডঃ রেহেনা ইয়াসমিন কচি, অ্যাডঃ এমরান হোসেন, অ্যাডঃ তৌহিদুল ইসলাম তরুন, অ্যাডঃ মাইনুল ইসলাম ,অ্যাডঃ মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইকরাম ।
উপস্থিত ছিলেন ঢাকা সুপ্রীম কোটের আইনজীবীসহ সারাদেশের কয়েক হাজার আইনজীবী ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ।
করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর, ২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur