চাঁদপুরের ফরিদগঞ্জ ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সভা শুক্রবার রাত ৭টায় দৈনিক চাঁদপুর দর্পণ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ইকরাম চৌধুরী। সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মোশারফ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন খান, সহ-সভাপতি আবুল কালাম ভুইয়া, মো. মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক মো. সফিকুর রহমান মিজি, অর্থ সম্পাদক মো. জাকির হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শেখ মো. জাহাঙ্গীর, প্রচার সম্পাদক মো. আবুল খায়ের, সমাজ কল্যান সম্পাদক মোতাহের হোসেন, দপ্তর সম্পাদক মো. বিল্লাল হোসেন পাটোয়ারী, কার্যকরী সদস্য মো. আলি আহমেদ মিয়াজী, মো. মহসিন পাঠান, মো. বেলায়েত হোসেন খান, মো. আবুল কালাম আজাদ, বিল্লাল হোসেন খান। সভায় চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের
১৫ তম বর্ষপূর্তি আগামি ১লা এপ্রিল চাঁদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। বর্ণাঢ্য এ আয়োজন সফল করার লক্ষে বিভিন্ন উপকমিটি এবং একটি স্টেয়ারিং কমিটি গঠন করা হয়।
এছাড়া ২০১৬-২০১৭ সালের কমিটি গঠনের লক্ষে ৭ সদস্য বিশিষ্ট উপ কমিটি গঠন করা হয়।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur