চাঁদপুর ট্ইমস ডেস্ক:
মানুষের খাদ্যাভ্যাস কত বিচিত্র। দেশ ও সময়ের পার্থক্যে এরমক অনেক বিচিত্র খবর শোনা গেছে এবং মাঝে মধ্যেই শোনা যায়। কারও পছন্দ ভাত, তো কারও পছন্দ রুটি। আবার কোথায়ও দেখা যায় আলু খেয়েই জীবন চালিয়ে যাচ্ছে। তবে বিচিত্র এসব খাবারের অধিকাংশই সলিড খাবার। শুধু তরল খাবার খেয়ে বছরের পর বছর বেঁচে থাকার খবর শোনা যায় না বললেই চলে। কিন্তু জানা গেল ভারতের এক নারীর কথা। তিনি নাকি ২৫ বছর দুধ খেয়েই বেঁচে আছেন। শুনতে আজব হলেও বাস্তবে ব্যাপারটি সত্যি। দুধ আহারী এ নারীর বাড়ি নয়াদিল্লির অদূরে সোনিপতে। নাম তার মঞ্জু ধর্রা। দিনে চার থেকে পাঁচ লিটার দুধ পান করেন তিনি। অবশ্য তার খাদ্য তালিকায় কিছু পরিমাণ পানি ও পনির থাকে। মাঝে মধ্যে চা পান করেন। আর এভাবেই ২৫ বছর বেঁচে আছেন তিনি। কথায় আছে, ‘শরীর হলো মহাশয়, যা সহাবে তাই সয়’। কথাটি মঞ্জুর বেলায় একদম খেটে গেছে। যদিও তা স্বাভাবিক নয়। জানা গেছে, জন্ম থেকেই এক ধরনের রোগে ভুগছেন মঞ্জু। কঠিন দানার কোনো খাবার খেলে তার বমি হয়। এ ধরনের রোগের নাম অ্যাছালসিয়া। মঞ্জুর মা ভগবতী ধর্রাও বললেন মেয়ের এই সমস্যার কথা। তরল জাতীয় খাবার ছাড়া অন্য কোনো খাবার তার মেয়ে সহ্য করতে পারে না। দুধ-পানি খেয়ে জীবন চালালেও মঞ্জুর শারীরিক বৃদ্ধি অন্য দশটা মেয়ের মতোই স্বাভাবিক। তার উচ্চত, দেহের গড়ন সবই ভালো। তবে মাঝে-মধ্যে পেটের পীড়ায় ভোগেন তিনি। এ সমস্যা থেকে উত্তরণের জন্য মঞ্জুকে অনেক চিকিৎসক দেখানো হয়েছে। কিন্তু কোনো ডাক্তারই তার রোগ নিরাময় করতে পারেননি। তবে তার পরিবার জানাল, আর্থিক অনটনের কারণে উন্নত কোনো চিকিৎসা করানো সম্ভব হয়নি। ফলে মঞ্জুর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তার বাবা-মা।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur