Home / সারাদেশ / হাইমচরের একাধিক ইউনিয়নে বিএনপির বর্ধিতসভা
হাইমচরের একাধিক ইউনিয়নে বিএনপির বর্ধিতসভা

হাইমচরের একাধিক ইউনিয়নে বিএনপির বর্ধিতসভা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি থেকে একক প্রার্থী বাছাই করার লক্ষে হাইমচর উপজেলার ১নং গাজিপুর ও ৬নং চরভৈরবী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ ফেব্রুয়ারী বিকেল ৪টায় চরভৈরভী উচ্চ বিদ্যালয়ে হল রুমে আয়োজিত বর্ধিত সভায় বক্তারা বলেন, গণতন্ত্র রক্ষার জন্য বিএনপি ইউপি নির্বাচনে অংশ নিচ্ছে। দেশের মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংগ্রাম আন্দোলন করে যাচ্ছেন। সে আন্দোলনকে আরও গতিশীল করার লক্ষ্যে বেগম জিয়া কর্তৃক মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে তথা ধানের শীষকে বিজয়ী করার লক্ষে বিএনপি সকল পর্যায়ের নেতা কর্মীকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে।

সভায় ইউনিয়ন বিএনপি সভাপতি জাহিদুল ইসলাম বিপ্লব বেপারীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহবুব আলম জিতুর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি আমিন উল্লাহ বেপারী, সাধারন সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক, সাবেক আহ্বায়ক সৈয়দ আবেদ মুনচুর বিশ্বাস, সহ-সভাপতি একেএম মহিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতয়াল, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান কবিরাজ, প্রভাষক হারুনুর রশিদ, যুব বিষয়ক সম্পাদক সরদার আবু তাহেরসহ যুবসম্পাদক জহির মিয়াজি, দপ্তর সম্পাদক ফজলুর রহমান আকাশ, ছাত্র বিষয়ক সম্পাদক আঃ মান্নান আখন, যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির মাঝি, যুবদল নেতা পিএম খোকন, ছাত্র দল আহ্বায়ক সোলায়মান মিয়া, যুগ্ম আহ্বায়ক নেছার আহমেদ সহ থানা ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ। বর্ধিত সভায় চরভৈরবীতে চেয়ারম্যান পদে একাধীক প্রার্থী থাকায় কাউকেই চুড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করা হয়নি।

অপর দিকে সকাল ৯টায় গাজীপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয় । সভায় উপজেলা বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ইসমাইল গাজি, বিএনপি নেতা মহাসিন মিয়া কিশোর, বাদল ঢালীসহ গাজিপুর ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ।

বর্ধিত সভা সম্পর্কে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক সাংবাদিকদের জানান প্রত্যেকটি ইউনিয়নেই চেয়ারম্যান পদে যোগ্য একাধিক প্রার্থী রয়েছেন তাই উপজেলা বিএনপির সভায় সিদ্ধান্ত নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের পরামর্শক্রমে বিএনপির মনোনীত প্রার্থী চূড়ান্ত করা হবে।

বি এম ইসমাইল, হাইমচর করেসপন্ডেন্ট

 : আপডেট ৯:১১ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬,  মঙ্গলবার

ডিএইচ