Home / সারাদেশ / এটিএম জালিয়াতির ‘মূলহোতা’ বিদেশি নাগরিকসহ গ্রেফতার ৪
এটিএম জালিয়াতির ‘মূলহোতা’ বিদেশি নাগরিকসহ গ্রেফতার ৪

এটিএম জালিয়াতির ‘মূলহোতা’ বিদেশি নাগরিকসহ গ্রেফতার ৪

রাজধানীর গুলশান এলাকা থেকে রবিবার রাতে এটিএম কার্ড জালিয়াতির ‘মূলহোতা’ এক বিদেশি নাগরিকসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি, উত্তর) মাহফুজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এটিএম কার্ড জালিয়াতি করে টাকা উত্তোলন চক্রের মূলহোতা এক বিদেশি নাগরিকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে।’

এ বিষয়ে বিস্তারিত জানাতে সোমবার সকাল সাড়ে ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

ডিবির একটি সূত্র জানায়, রাজধানীর গুলশান থেকে বিদেশি নাগরিক থমাস পিটারকে গ্রেফতার করা হয়। তিনি পোল্যান্ডের নাগরিক।

এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।

নিউজ ডেস্ক || আপডেট: ১২:৩৯ অপরাহ্ন, ২২ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার

এমআরআর