Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি ছাত্রকল্যাণ সংস্থার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
শাহরাস্তি ছাত্রকল্যাণ সংস্থার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

শাহরাস্তি ছাত্রকল্যাণ সংস্থার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

অমর একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজে অধ্যয়নরত শাহরাস্তি উপজেলার শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত ‘শাহরাস্তি ছাত্রকল্যাণ সংস্থা’ পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে এবং মাতৃভাষার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে চাঁদপুর সরকারি কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উদ্যোগটিকে বাস্তবায়নে সহযোগিতা করে শাহরাস্তি উপজেলার চেয়ারম্যান দেলোয়ার হোসেন মিয়াজী এবং মিডল্যান্ড হসপিটালের পরিচালক জনাব শামসুল আলম সাহেব।

আয়োজনে ছিলেন সংস্থাটির সভাপতি মোঃ তাজুল ইসলাম, গণিত বিভাগ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, গণিত বিভাগ ও যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, গণিত বিভাগ, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন, প্রচার সম্পাদক আবু ইউসুফ মোঃ সাইফুল্লাহ। অন্যান্যের মধ্যে ছিলেন সংস্থার সদস্য-১ মোঃ ফয়েজ আহম্মেদ।

মাজহারুল ইসলাম অনিক, স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর টাইমস

|| আপডেট: ০৬:০৯ অপরাহ্ন, ২১ ফেব্রুয়ারি ২০১৬, রোববার

এমআরআর