Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জে জাপা নেতার উদ্যোগে শহীদ মিনার প্রতিষ্ঠা
হাজীগঞ্জে জাপা নেতার উদ্যোগে শহীদ মিনার প্রতিষ্ঠা

হাজীগঞ্জে জাপা নেতার উদ্যোগে শহীদ মিনার প্রতিষ্ঠা

চাঁদপুরের হাজীগঞ্জে জাপা নেতা কামরুজ্জামানের উদ্যোগে নিমির্ত শহীদ মিনারের উদ্বোধন বৃহস্পতিবার বিকালে করা হয়েছে।

মুক্তিযোদ্ধের অন্যতম ঘাঁটি খ্যাত ১২নং দ্বাদশগ্রাম ইউনিয়ন সংলগ্ন নাসিরকোট শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত শহীদ মিনাটির উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা জাতীয়পার্টির যুগ্ম-আহবায়ক মো. জিয়াউর রহমান বিপুল, মো. জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মরিয়ম নাসরিন, দ্বাদশগ্রাম ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি মো. হাবীব উল্যা, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল কবিরাজ, ছাত্রসমাজ নেতা গাজী মহিনউদ্দিন প্রমুখ।

প্রসঙ্গত, নাসিরকোর্ট শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব কোনো শহীদ মিনার ছিলো না।

সৌদি আরব শাখা জাতীয়পার্টির রিয়াদ শাখা জাতীয়পার্টির নেতা কামরুজ্জামান কাজল বিদ্যালয়ের শহীদ মিনার না দেখে বিদ্যালয়ের ভারপাপ্ত প্রধান শিক্ষিক মরিয়ম নাসরিনের সাথে বিষয়টি অবহিত করলে তিনি উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে সম্মতি দিলে কামরুজ্জামান কাজল তার নিজস্ব অর্থায়নে শহীদ মিনারটি নির্মাণ করেন।

জানা যায়, শহীদ মিনার নির্মাণের সময় রাতের আধারে র্দূবৃত্তরা শহীদ মিনারটি ভেঙ্গে ফেলে পরবর্তীতে আবার পুনরায় নির্মাণ করতে হয়।

মাজহারুল ইসলাম অনিক
: আপডেট ০৪:৩১ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬, রোববার
ডিএইচ