রওশান ঋমু’র ভালোবাসা দিবসের কবিতা ‘মেঘমল্লারে বাজে মৃত্তিকার বিষাদ’
আমি বৃষ্টির বুকে জেগে থাকি, মেঘমল্লার বালিশে লুটায়। বেহাগ চুলের টিপ হয়ে বেমালুম ভুলে যায় বকুলের ঘ্রাণ। ক্ষরণের বিপরীতে সুখী মুখ, কাঁঠালিচাঁপা ক্ষয়ে যায় যক্ষের বিষাদ বিহ্বল চোখের অসীমে।
তুমি যক্ষ হলে আমি ধোঁয়া ধোঁয়া মেঘ,মেঘের পাহাড়। পাহাড়ে বৃষ্টি আসে, অলকায় বর্ষাকাল।আমার জানালায় ভীড় করে জাম, কাঁঠাল আর জলপাই পাতা। ওরা বলে যায়, তোমার চুলের ভাঁজে ঝিরঝিরে বৃষ্টি ধ্বনির আকুল নিরবতা।
তুমি তেরো নদীর হলুদপাড়ের অশ্রু ফুল, ভেজা গলায় দ্বিপ্রহরে কথা কও মৃত্তিকার বালক। আমি তোমাকে ভুল ভেবে আঙুল ধরিনি অন্ধরাতে। জোনাকি আর ভাঁটফুল জানত তোমার রোদ চশমার দৃষ্টি, বাসনা সুন্দর।
রওশান ঋমু
|| আপডেট: ০২:৩০ অপরাহ্ন, ১৪ ফেব্রুয়ারি ২০১৬, রোববার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur