বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এডিশনাল আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেছেন, চাঁদপুর জেলা পুলিশ শুধু পুলিশই নয় তার সাথে কমিউনিটি পুলিশিং ও গ্রাম পুলিশসহ সকল স্তরের জনগনকে সম্পৃক্ত করেছে।
পুলিশিং কার্যক্রম করতে হলে কখনোও এককভাবে করা যায় না। আমরা সবাই আপনাদের অংশ। আপনারা সবাই আমাদের অংশ। আপনাদের আমাদের মধ্যে পার্থক্য হল আমরা ইউনিফর্মপরি আর আপনারা পরেন না। সকলেই আমরা এ দেশটাকে নিরাপদ বাসভূমি গড়ার জন্যই অক্লান্ত পরিশ্রম করছি।
বুধবার বিকেলে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে শহরের বাবুরহাট এলাকায় চাঁদপুর পুলিশ লাইনস্ এ বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ পুলিশের যে সমাবেশ হয় সেই প্যারেডে আপনাদের সুযোগ্য পুলিশ সুপার শামসুন্নাহার যিনি বাংলাদেশ পুলিশের প্রথম নারী হিসাবে ইতিহাস করেছেন। নারী কর্মকর্তা হয়েও পুলিশ প্যারেড কে শামসুন্নাহার নেতৃত্ব দিয়েছেন। তিনি ভুয়সীভাবে প্রশংসিত হয়েছেন দেশে ও বিদেশে। সেই দিন আন্তজার্তিকভাবে পুলিশ সমাবেশের খবরটি প্রচার হয়েছিল।
আমাদের সুযোগ্য ডিআইজি মহোদয় যিনি সততা, মেধা ও শ্রম দিয়ে পুরো রেঞ্জকে যেভাবে পুলিশের কাজে গতিশলিতা নিয়ে এসেছেন তাতে তাকে ধন্যবাদ না জানালেই নয়।
তিনি আরো বলেন, খেলাধুলা একটি অবিচ্ছেদ্য অংশ। শত ব্যাস্তার মাঝেও নিজেকে সুস্থ রাখতে হলে দেহটাকে সুস্থ রাখতে হবে। খেলাধুলার যে একটা অসম্ভব গুরুত্ব রয়েছে তা অনিশি^কার্য। প্রতিটি জেলাতেই বার্ষিক পুলিশ সমাবেশ হয়ে থাকে। চাঁদপুরের সন্তান হিসাবে জেলা পুলিশের সমাবেশে আসতে পেরে নিজেকে ধন্য মনে হয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) সহ-সভানেত্রী মিসেস হাবিবা হোসেন, বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম।
সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ সুপার শামনুন্নাহার। আলোচনা সভা পূর্বে বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
: আপডেট ০২:৩০ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur