স্বর্ণ দিয়ে নির্মাণ করা হয়েছে হোটেল। স্বর্ণ দিয়ে মোড়া এই প্রাসাদের সিলিংয়ের স্বর্ণের পাতা নিয়মিত পরিবর্তনও করা হয়। ৩০০ কোটির ডলার ব্যয়ে হোটেল এমিরেটস প্যালেস নির্মাণ করা হয়েছে। এটি বিশ্বের অন্যতম ব্যয়বহুল হোটেল। এর নির্মাণকাজ শুরু হয় ২০০৫ সালে।
দুবাইয়ের এই হোটেলের আইকনিক স্বর্ণের সিলিংই মূল আকর্ষণ। ভারতের মনোজ কুরিয়াকোস নামের এক ইঞ্জিনিয়ার এর স্থপতি।
২২০০ বর্গমিটার জায়গা নিয়ে ভবনের সিলিং স্বর্ণ ও স্বর্ণের পানিতে রুপার পাত দিয়ে পুড়ে রাখা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে ২২ ক্যারেটের স্বর্ণ।
এক বর্গমিটার সিলিংয়ে ৫০টি স্বর্ণের পাতা ব্যবহার করা হয়েছে। প্রতিদিন চার থেকে ছয় বর্গমিটার স্বর্ণের পাতা বদলাচ্ছে কুরিয়াকোসের টিম।
এ জন্য ইতালি থেকে আনা হয় স্বর্ণের পাত। সেগুলো থেকে পার্চমেন্ট পাতার মতো পাতলা টুকরো তৈরি করা হয়। একটা লাল বেস কোটের ওপরে এই পাতাগুলো বসানো হয়। এতে বিশেষ আঠা ব্যবহার করা হয়।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur