আগামী ২১ ফেব্রয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে চাঁদপুর জেলা প্রশাসেকর সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) প্রস্তুতিমূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে সভার শুরুতেই গত বছরের সিদ্ধান্তসমুহ পাঠ করে শোনান অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ লুৎফুর রহমান।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এম এ ওয়াদুদ, নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুননাহার, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান প্রমুখ।
সভায় বিভিন্ন প্রস্তাবনা জানিয়ে প্রেসক্লাব ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় চাঁদপুরে ২১ ফেব্রয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্য়াদায় উদযাপনের লক্ষ্যে বেশ কিছু সিদ্ধান্ত গৃহিত হয় এবং উপ-কমিটি গঠন করা হয়।
: আপডেট ৭:৪৬ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট