চাঁদপুর জেলার কচুয়ায় হাবিবুর রহমান (২৫) নামের এক মাদকসেবীকে ২ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ আশরাফ হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দন্ডাদেশ প্রদান করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানা অফিসার ইনচার্জ মুহম্মদ ইবরাহিম খলিলের নির্দেশক্রমে এএসআই শাহাদাত হোসেন বৃহস্পতিবার মধ্য রাতে বিশেষ অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে তার গৃহ থেকে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় গ্রেফতার করে। হাবিবুর রহমান উপজেলার গোহট উত্তর ইউনিয়নের হারিচাইল গ্রামের মজিবুর রহমানের ছেলে।
জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট
|| আপডেট: ০৬:২২ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur