‘মানসম্মত শিক্ষা জাতির প্রতিজ্ঞা’ এ স্লোগানে হাইমচরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপনে র্যালী ও আলোচনাসভা বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ উপলক্ষে বিভিন্ন স্লোগানের মাধ্যমে র্যালী সহকারে উপজেলার আলগী সদর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনায় মিলিত হয়।
উপজেলা নির্বাহি কর্মকর্তা এসএম সরওয়ার কামালের সভাপতিত্বে ও উপজেলা সহকারি শিক্ষা অফিসার খাজা মাইনুদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুর হোসেন পাটওয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রাফিজা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ডাঃ হাফেজ আহমেদ, উপজেলার যুব উন্নয়ন অফিসার তারিক মাহমুদ হোসেন, সহকারি শিক্ষা অফিসার মোঃ ইলিয়াস হোসেন, মো. আলি সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বি এম ইসমাইল, হাইমচর করেসপন্ডেন্ট
: : আপডেট ১:৫৬ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur