Home / উপজেলা সংবাদ / ট্রলার ডুবিতে নিহতদের পরিবারকে পুলিশ সুপারের অর্থ সহায়তা
ট্রলার ডুবিতে নিহতদের পরিবারকে পুলিশ সুপারের অর্থ সহায়তা

ট্রলার ডুবিতে নিহতদের পরিবারকে পুলিশ সুপারের অর্থ সহায়তা

চাঁদপুরের হাইমচর উপজেলার তেলিরমোড় মেঘনায় ট্রলার ডুবিতে নিহতদের পরিবারের পাশে গিয়েছেন চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার।

প্রত্যেকের বাড়িতে গিয়ে তাদের কষ্টের কথা শুনেন এবং শোকাহত পরিবারে সমবেনা জ্ঞাপন করেন। নিহতদের প্রত্যেক পরিবারকে পুলিশ সুপারের ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগিতা করেন।

মঙ্গলবার সকাল ১১টায় হাইমচর উপজেলার আলগী দঃ ইউনিয়নের চরভাংগা গ্রামের মোঃ সালাউদ্দিন স্ত্রী আলেয়া বেগম, ছেলে সিয়াম, ও মেয়ে স্বর্না এবং চরভৈরবী ইউনিয়নের উত্তর পাড়া বগুলা মোঃ জামাল বেপারীর ছেলে ফাহিমের বাড়িতে গিয়ে তাদের পরিবাকে শান্তানা দেন এবং তিনি বলেন যে কোন দুর্ঘটনায় স্থানীয়রাই সর্বপ্রথম সহযোগীতায় এগিয়ে আসেন।

তিনি আরও বলেন মেঘনায় যে সকল যানচলাচল করে প্রত্যেককে নিয়ম কানুন ও সতর্কতার সাথে চালানোর জন্য নির্দেশ দিয়েছেন। অচিরেই প্রশাসন নৌ যানবাহন মালিকদের সাথে সভা করার নির্দেশ দেন।

নিহতদের জন্য দোয়া ও মিলাদ কারার জন্য প্রত্যেক পরিবারকে আর্থিক সহযোগিতা করেন।

এসময় উপস্থিত ছিলেন এএসপি সার্কেল নজরুল ইসলাম, ডিআইওয়ান (ডিএসবি) মোঃ মনিরুজ্জামান, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ ওয়ালী উল্লা অলি, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম বাশার, সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম, স্থানীয় ইউপি সদস্য মোঃ মিজান শেখ, মানিক দেওয়ান প্রমুখ।

বি এম ইসমাইল, হাইমচর করেসপন্ডেন্ট

: আপডেট ৭:০৬ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার

ডিএইচ