Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / এসএসসি ও সমমান পরীক্ষায় মতলব দক্ষিণে প্রথম দিনে অনুপস্থিত ১৭
মতলব দক্ষিণে প্রথম দিনে অনুপস্থিত ১৭
ফাইল ছবি

এসএসসি ও সমমান পরীক্ষায় মতলব দক্ষিণে প্রথম দিনে অনুপস্থিত ১৭

এবারের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় মতলব দক্ষিণ উপজেলার ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪টি কেন্দ্রে ২ হাজার ৭শত ৪৬ পরীক্ষার্থী অংশগ্রহণের কথা থাকলেও প্রথম দিনে অনুপস্থিত ১৭জন। এর মধ্যে ভোকেশনাল শাখায় ২, দাখিলে ৮ এবং এসএসসিতে ৭জন।

উপজেলায় মোট এসএসসি পরীক্ষার্থী ১হাজার ৯শত ৫৮জন। এর মধ্যে মতলব জেবি পাইলট উবি কেন্দ্রে পরীক্ষার্থী ১ হাজার ৪১ জনের মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ৩জন। নারায়ণপুর পপুলার উবি কেন্দ্রে পরীক্ষার্থী ৯শত ১৭ জন। এ কেন্দ্রের কিছু পরীক্ষার্থী নারায়পুর ডিগ্রি কলেজে পরীক্ষা দেয়। এই কেন্দ্রে থেকে প্রথম দিনে ৪ জন এবং মতলব পাইলট বালিকা উবিতে ভোকেশনাল শাখায় ১শত ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২জন অনুপস্থিত।

অপরদিকে দাখিলে মোট পরীক্ষার্থী সংখ্যা ৬শত ৬৫জন। মতলব রয়মনেন নেছা মহিলা কলেজ কেন্দ্রে ৩শত ২৫ জনের মধ্যে ৪ জন এবং ঘিলাতলী মাদ্রসা কেন্দ্রে ৩শত ২৬জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন অনুপস্থিত ছিলেন।

পরীক্ষা চলাকালীন সময় মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

মতলব দক্ষিণে প্রথম দিনে অনুপস্থিত ১৭

About The Author

পলাশ রায়, মতলব দক্ষিণ

|| আপডেট: ০৬:৫৭ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার

এমআরআর