ফেব্রুয়ারি মাসকে মাদক বিরোধী মাস হিসেবে বিবেচনায় নিয়েছে কুমিল্লা জেলা পুলিশ। সে অনুযায়ী ফেব্রুয়ারি মাসে মাদকের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলা হবে বলে জানান কুমিল্লার পুলিশ সুপার।
সাংবাদিকদের সাথে কুমিল্লা জেলা পুলিশের এক মতবিনিময় সভায় পুলিশ সুপার মো: শাহ আবিদ হোসেন এসব কথা জানান।
সোমবার দুপুরে পুলিশ সুপরের সম্মেলণ কক্ষে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার আরো বলেন, এছাড়া মার্চে আমরা চোরাচালান বিরোধী অভিযান চালাব। এজন্যে সুশীল সমাজের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
সভায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আলী আশরাফ ভূঁইয়া।
পরে জেলা গোয়েন্দা শাখার এসআই মো: শাহ কামাল আকন্দ পুলিশের সর্বোচ্চ পুরষ্কার পিপিএম, চান্দিনা থানার অফিসার ইনচার্জ রসুল আহমদ নিজামী ও জেলা গোয়েন্দা শাখার এএসআই মো: নজরুল ইসলামও এক্সামপ্লোরি গুড সার্ভিস ব্যাজ-২০১৫ পুরষ্কার অর্জন করায় তাদের সংবর্ধনা প্রদান করা হয়।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আব্দুল্লাহ-আল-মামুন জানান, ২০১৫ সালে অস্ত্র ও মাদক উদ্ধারে কুমিল্লা জেলা পুলিশ সারা দেশের মধ্যে দ্বিতীয় পুরষ্কার লাভ করেছে।
কুমিল্লা করেসপন্ডেন্ট : আপডেট ৬:০০ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার
ডিএইচ