একেই বলে মানুষের প্রতি মানুষের ভালোবাসা। আর সেই ভালোবাসার ফলেই সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে জন্মগ্রহণ করেছেন কেলিসি ম্যাককিস্যাক নামের এক শিশু। তবে তার জন্ম মায়ের গর্ভ থেকে হয়নি, হয়েছে তার নানীর গর্ভ থেকে। স্যারোগেসি প্রক্রিয়ায় ৫৪ বছর বয়সী ওই নানী জন্ম দিয়েছেন তার নাতনির।
বাচ্চার মা কেলির পরপর তিনবার সন্তান নষ্ট হয়েছে। সন্তান জন্মদানের চেষ্টা বারবার ব্যর্থ হয় কেলি ও অ্যারনের। আর চিকিৎসা করেও হয়নি কোনো লাভ।
২০১৪ সালে শেষবার চেষ্টা করেও কোনও লাভ না হওয়ায় ভেঙে পড়েন ওই দম্পতি। এরপর কেলির মা ট্রেসি থম্পসন স্যারোগেসি পদ্ধতির অফার দেন। ইনভিট্রো ফার্টিলাইজেশন করার সময় মেডিকেল সেন্টারে রয়ে গিয়েছিল ভ্রূণ। সেই ভ্রূণ নিজের গর্ভে প্রতিস্থাপন করান তিনি।
কেলির কথায়, ‘আমার মা আমাকে সব থেকে সুন্দর উপহার দিয়েছেন ‘ তবে সন্তান গর্ভ ধারণ করার মতো শারীরিক অবস্থায় আনতে একাধিক চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হয়েছে ট্রেসিকে। তিনি তার মেয়ের জন্য এটা করতে পেরে অত্যন্ত খুশি।
গত বছরের এপ্রিলে তার গর্ভে ভ্রূণ স্থাপন করা হয়। ৬ জানুয়ারি ওই বাচ্চার জন্ম হয়।
নিউজ ডেস্ক || আপডেট: ০৯:৪৩ পিএম, ১৬ জানুয়ারি ২০১৬, শনিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur