গাজীপুরের শ্রীপুর বাঘমারা এলাকায় আব্দুস সালাম নামের এক ব্যক্তির । তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্থানীয় আব্দুস সালাম নামে এক ব্যক্তি তার প্রথম স্ত্রী ও দুই সন্তানের কথা গোপন রেখে প্রায় ৫ বছর আগে উপজেলার ভাংনাহাটি গ্রামের মৃত আব্দুল হামিদের কন্যা শানু (২৫) কে বিয়ে করে। সম্প্রতি সালামের প্রথম স্ত্রী ও সন্তানের কথা দ্বিতীয় স্ত্রী জানতে পারে।
এ নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সালাম বাড়ি ছেড়ে চলে যায়। বিষয়টি মীমাংশার কথা বলে শানু সোমবার সকাল ৭টার দিকে সালামকে শানুর বাড়িতে নিয়ে আসে। কথাবার্তার এক পর্যায়ে শানু উত্তেজিত হয়ে সাবল দিয়ে সালামের ঘাড়ে আঘাত করলে সে জ্ঞান হারায়।
উত্তেজিত শানু সাবল দিয়ে এলোপাতারিভাবে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে ধারালো ব্লেড দিয়ে সালামের যৌনাঙ্গ কেটে দেয়।
পরে তাদের ডাক-চিৎকার ও আওয়াজ শুনতে পেয়ে আশপাশের লোকজন এসে শানুকে আটক করে রাখে। পরে পুলিশ এসে তাকে আটক করে। আহত আব্দুস সালামকে শ্রীপুর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে, সালামকে হত্যা চেষ্টার অভিযোগে ২য় স্ত্রী শাহনাজ পারভীন শানুকে আটক করা হয়েছে।
শ্রীপুর উপজেলা হাসপাতালের আর. এম. ও ডা. সুমন জানান, আব্দুস সালামের লিঙ্গের প্রায় ৭৫ ভাগ কাটা হয়েছে। স্থানীয়ভাবে এর কোনো চিকিৎসার ব্যবস্থা না থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিউজ ডেস্ক || আপডেট: ০৯:০৫ পিএম, ২৯ জানুয়ারি ২০১৬, শুক্রবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur