দ্রুতগামী মটরসাইকেলের ধাক্কায় জাহাঙ্গীর হোসেন (৫৯) নামে এক আনসার কমান্ডার নিহত হয়েছেন। ঝিনাইদহ শহরের আনসার ভিডিপি অফিসের সামনে শুক্রবার সকাল ৮ টার দিকে
তিনি রাজবাড়ি সদর উপজেলার আল্লাদপুর গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে। ঝিনাইদহ জেলা আনসার ভিডিপি কার্যালয়ে কর্মরত ১৪ আনসার ব্যাটেলিয়নের প্লাটুন কমান্ডার (পিসি) হিসেবে জাহাঙ্গীর কর্মরত ছিলেন।
ঝিনাইদহ জেলা কমান্ডেন্ট মোঃ আহাসানুল্লাহ জানান, পিসি জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ডায়াবেটিস রোগে আক্রান্ত। সে কারনে প্রতিদিনের মত আজ সকালে হাটা হাটি করার উদ্দেশ্যে বের হয়। শুক্রবার সকালে সাড়ে ৭টার দিকে পিসি জাহাঙ্গীর হোসেন ব্যায়াম করার সময় দুর্ঘটনা ঘটে। এ সময় ঝিনাইদহ জেলা আনসার ভিডিপি অফিসের সামনে একটি দ্রুতগামী মটরসাইকেলের ধাক্কায় তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহনেওয়াজ মৃত ঘোষণা করেন।
মোটরবাইকের চালকের নাম শ্রী বাবু কুমার শর্মা। তিনি ঝিনাইদহ সদর থানার গোপিনাথপুরের বাসিন্দা। মোটর বাইকে থাকা তিন জনের মধ্যে তরিকুল ইসলামের অবস্থা গুরুতর।
জাহিদুর রহমান তারেক, ঝিনাইদহ করেসপন্ডেন্ট
: আপডেট ১:0৭ পিএম, ২৯ জানুয়ারি ২০১৬, শুক্রবার
ডিএইচ